মায়ের যথাসাধ্য কদর করুন। মা হচ্ছে অাপনার অামার অন্য এক পৃথিবী।




একদিন ছোট্র এক
ছেলে তার মৃত্যুশয্যায়
শায়িত
মায়ের পায়ের কাছে
বসেছিল।
মা ছেলেকে বললেন:
আমি মরে গেলে
আমাকে ছেড়ে এই
পৃথিবীতে থাকতে
পারবি
বাবা?
উওর না দিয়ে ছেলেটি
মাকে পাল্টা প্রশ্ন
করে বসলো- আচ্ছা
মা,জাহান্নামে কি
মানুষ থাকতে পারে?
মা বললো না,তোমার
পদতলে আমার
বেহেশত সেটা তুমি
জানো না?
তুমি আছ বলেই এখনো
পৃথাবীটাকে বেহেশত
মনে হয়|
তুমিহীনা পৃথিবী
আমার নিকট
জাহান্নাম স্বরূপ।
তোমায় ছাড়া এই
পৃথিবীতে কি করে
বাঁচবো বল মা?
মা মুচকি হাসলেন|
তারপর বললেন: :-আমি
মরে গেলে তুই একটুও
কাঁদবি না।
প্রতিদিন তোর
সৃষ্টিকর্তার ইবাদত
বন্দেগী করবি।
আমার বেহেশত আমি
তোকে দিয়েছি।
তুই শুধু প্রতিদিন পাঁচ
ওয়াক্ত নামায শেষে
আমার
কবরের পাশে পাঁচ
মিনিট, নয়তো এক
মিনিট,
নয়তো এক সেকেন্ড
দাঁড়াবি। খবরদার
বলছি
কাঁদবি না কিন্তু।
আমি তোর হাসিমাখা
মুখটা প্রতিদিন
পাঁচবার এক
সেকেন্ডের জন্য
হলেও দেখতে চাই।
_____ মায়ের
ভালোবাসার
সাথে অন্য কোন
ভালোবাসার তুলনা
হয়...
সত্যি মা জাতিটা
বড়ই অদ্ভূত। মৃত্যুর
প্রহর
গোনার সময়ও তাদের
মন থেকে সন্তানের
কথা
মুছে যায় না। মোছা যে
অসম্ভব। এ যে তারই
নাড়ী ছেড়ে ধন।
একই রক্ত,একই
দেহ,একই আত্না।
কি করে মোছা যাবে
বলুন???
এই নশ্বর পৃথীবিতে
বৃদ্ধাশ্রম যদি আপনার
মায়ের শেষ
আশ্রয়স্থল হয়ে
থাকে, তবে আপনিও
মনে
রাখবেন আপনাকে
পাবার জন্য
জাহান্নামের
সবগুলো দরজা অধির
আগ্রহে অপেক্ষা
করছে!

Comments

Popular Posts