অাকাশে বাতাসে শুধু মুস্তাফিজ অার মুস্তাফিজ.... !! শুনুন ক্রিকেট বুদ্ধারা কি বলছে...।।


এ মুহূর্তে ক্রিকেট বিশ্বে মুস্তাফিজ নিয়ে চারপাশে অালোচনা হচ্ছে। IPL খেলে তার গুনগান সারা বিশ্বে ছড়িয়ে গেছে। ক্রিকেট ব্যক্তিবর্গরা মুস্তাফিজ নিয়ে যে মন্তব্য করলেন,তা অামি অাপনাদের জন্য তুলে ধরলাম।আইপিএল শেষে দেখে নেওয়া যাক তাকে নিয়ে কে কী বলেছেন...
রামিজ রাজা : অ্যান্ডারসন, স্টেইনদের মতো প্লেয়াররা রয়েছেন। যাঁরা টেস্টে খুব ভাল। কিন্তু লিমিটেড ওভারের ক্রিকেটে এই মুহূর্তে সেরা পেসার মুস্তাফিজুর রহমানই।
মনোজ প্রভাকর : এটা নিয়ে কোনো সংশয় নেই মুস্তাফিজুরই এই মুহূর্তের সেরা বোলার। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ভালো ইয়র্কার করতে পারে। কিন্তু মুস্তাফিজুর এখন তার সেরা ফর্মে রয়েছে। ও দারুণ দ্রুততার সঙ্গে কাটার করতে পারে। একই সঙ্গে বলে নানা রকম পরিবর্তন আনতে পারে।
কৃষ্ণমাচারি শ্রীকান্ত : এই মুহূর্তে তার থেকে ভালো বোলার খুব একটা নেই। কিন্তু ওকে এই খেলাটা আরো কিছুদিন ধরে রাখতে হবে। তার পরই তাকে আমরা সেরার তকমা দিতে পারব।
ডেল স্টেইন : ওয়াসিম আকরামের মধ্যে যে এক্স ফ্যাক্টর ছিল সেটা মুস্তাফিজুরের মধ্যেও আছে। ওর বোলিং দেখতে দারুণ লাগে। ও যেভাবে পেসের পরিবর্তন করে সেটা আগে দেখিনি। ও আরও উন্নতি করবে।
রবি শাস্ত্রী : এ ছেলে বিস্ময় প্রতিভা। ভারতের বিরুদ্ধে একটা ওয়ান ডে সিরিজে দুটো পাঁচ উইকেট নেওয়া পারফরম্যান্স দিয়ে কেরিয়ার শুরু করেছিল। এরকম প্রতিভাকে লালন করতে হবে।
হাবিবুল বাশার : টি২০তে যেখানে বোলারদের উপর চড়াও হয় ব্যাটসম্যানরা সেখানে ও রানের উপর নিয়ন্ত্রণ রাখছে। ওকে মেরে খেলা বিপজ্জনক বলেই ব্যাটসম্যানরা মেরে খেলতে চায় না।
মুত্তিইয়া মুরলিধরন : মুস্তাফিজুর শুধু বাংলাদেশ নয় এই আইপিএল-এ হায়দরাবাদেরও বড় সম্পদ হয়ে উঠে এসেছে। ওকে সঠিক পরিচর্যার মধ্যে দিয়ে যেতে হবে। তবেই ওর জন্য আগামীতে ও আরও বড় সাফল্য পাবে।
ডার্ক ন্যানেস : এখন পর্যন্ত মুস্তাফিজুরের বল কেউ পড়তে পারেনি। যেভাবে অ্যাকশন পরিবর্তন না করে বলের গতি বদলে ফেলতে পারে সেটাই সবাইকে ধন্দে ফেলে দেয়।

Comments

Post a Comment

Popular Posts