মন দিয়ে পড়ুন। সিগারেট ছাড়তে অাপনি বাধ্য।


একজন শিক্ষিত সচেতন ব্যক্তির হাতে সিগারেট অনেকটা বেমানান। সিগারেট মানুষের ব্যক্তিত্ব বাড়ায় না বরং কমিয়ে দেয়। ধরুন,অাপনি বাসায় বসে বসে,নিজের বাচ্চার সামনে সিগারেট খাচ্ছেন।অাপনার ঐ ছোট্ট বাচ্চাটি ভাবতে শুরু করবে,বাবা যেটা খাচ্ছে তা মনে হয় অনেকটা সুস্বাদু। অাস্তে অাস্তে অাপনার বাচ্চার কাছে সিগারেট টি পরিচিতি লাভ করবে। তার কাছেও ভালো লাগার বিষয়ে পরিনত হবে। একদিন সেইও হঠাৎ বলে দিবে, "বাবা অফিস থেকে ফিরে অাসবার সময়, অামার জন্য অার চকলেট নয়,তুমি যা প্রতিদিন খাও তা নিয়ে অাসবে। এখন থেকে অামিও খাব।" অাপনি হয়ত তখন বলবেন, "বাবা ছোটরা এসব খায় না। তুমি চকলেট বা অাইসক্রিমই খাবে।" অাপনার ছোট বাচ্চাটা ধরে রাখবে,বাবার মত বড় হলে খাব......।। অার যখনই অাপনার ঐ বাচ্চাটা বড় হতে থাকে,অাপনি তাঁকে খারাপ কাজ করতে বারণ করেন। বলেন,এটা করা ভালো না,অনেক পাপ হবে। এসব.....। যখনই সে সিগারেট হাতে নেয়। অার অাপনি দেখে পেলেন,তখন.....
বকা দিয়ে বলেন, "অার কোনো দিন সিগারেট ধরবে না। অামি দেখলে বাড়ি থেকে বের করে দিব।" অার অাপনি এদিকে নিজে সিগারেট খেয়েই যাচ্ছেন। নিজে যে কাজটা করছেন,নিজের ছেলেকে বলছেন না করতে...। ব্যাপারটা কেমন হয়ে গেল না??? অামার ম্যাসেজ.....
"বাবা,ভাইয়া,মামা তোমরা সবাই সিগারেট খাও। কিন্তু অামাদের কে নিষেধ কর। অাগে নিজেরা......!! অার অামরা যারা সিগারেট খাই,প্লিস ছেড়ে দিন.....।। নিজের বাচ্চার কাছে অাদর্শ বাবা হউন। নিজের ছোট ভাই এর কাছে অাদর্শ ভাইয়া হউন। নিজের বউ এর কাছে ভালো স্বামী হউন। নিজের প্রিয় জনদের কাছে প্রিয় থেকে প্রিয় হউন। "

Comments

Popular Posts