অাই.সি. সি. বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রতি অন্যায় করেছে।

কাল থেকে মনটা তেমন ভাল নেই।তাসকিন অার সানির উপর যে অন্যায় করা হয়েছে তা অমানবিক অার অযুক্তিক। পুরো ক্রিকেট বিশ্ব অাজ হতাশ! কোনো নির্দিষ্ট কারন ছাড়া এভাবে একজন অদয়মান ক্রিকেটার কে অন্ধকারে পাটিয়ে দেয়া মুটেও ন্যায় সংগত হয়নি।এ ক্ষেত্রে অাই. সি. সি. ভুল কাজ করেছে।এখন কেন? তারা অাগে কোথায় ছিল?? যখনই বাংলাদেশ ক্রিকেট বিশ্বে ভাল করছে,তাদের গতিরোধ করার হীনচক্রান্তে অামাদের চিরশত্রু ভারত দিশেহারা হয়েছে পড়েছে।হিংসা অার শত্রুতা নিয়ে কারা ICC কে হাত করে এমন জঘন্যতম কার্য সম্প্রাদন করেছে।অামরা ১৬ কোটি মানুষের অাবেগ কে নিয়ে খেলা করেছে।এদেশের একমাত্র ভালবাসার ক্ষেত্র ক্রিকেট। প্রতিবেশী রাষ্ট্র ভারত তা সহ্য করতে পারছে না।কেন বাংলাদেশ এগিয়ে যাবে.....
অাসুন,তাদের হীনচক্রান্তের বিরুদ্ধে অাওয়াজ তুলি।তাদের জানিয়ে দিই যে এ জাতি ভয় পায় না। অামরা অন্যায় কে প্রশ্রয় দেব না।নিজেরাও অন্যায় করি না।
পরিশেষে ICC কে তার অন্যায়ের প্রতি ঘৃণা দেখিয়ে,অাবার প্রতিবাদ জানায়।অামাদের সাথে যা হয়েছে বা হচ্ছে, তা মুটেও ঠিক হচ্ছে না।এভাবে অন্যায় চলতে থাকলে,অাগামিতে অামরা ICC কে ভয়কট করতে বাধ্য থাকিব ।অাওয়াজ দিন......

Comments

Popular Posts