তনু হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এবং কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ।



 অাজ সারা দেশের মানুষ হতাশ।নিজ নিজ অবস্থান থেকে সবাই দাবি জানাচ্ছে, দ্রুত তনু হত্যার বিচার যেন হয়। তনু সম্ভ্রম হারিয়েছে,হারিয়েছে তার প্রাণ,কিন্তু আজ আমরা যদি সোচ্চার না হই,কাল হয়তো ধর্ষিত হবে আমার বোন,আপনার স্ত্রী বা অন্য কারো মা-বোন....।।

আমি,আপনি, আমরা মিলেই তো বাংলাদেশ।অামরা যদি দেশের সম্মান রক্ষায় এগিয়ে না আসি তবে দায়িত্ব নিবে কে???

কি জবাব দিবো আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে??

তারা কি আমাদের ধিক্কার দিবেনা?

তাই আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে রুখে দাঁড়াই এই সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে..........।।
পরিশেষে, সবার কাছে একটাই অনুরোধ ,অাসুন নিজে বদলে যায়,অন্যকে বদলানোর সুযোগ করে দিই।। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়,তার জন্য সবাই কে সজাগ হতে হবে।সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে,নিশ্চিত করি সুন্দর অাগামি।

Comments

Popular Posts