গত ৫ ই জুন ডুয়েটে বিশ্ব পরিবেশ দিবস পালিত।

প্রথমবারের মতো ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ ডিপার্টমেন্ট অব সিভিলের অায়োজনে, ডুয়েট গ্রিন প্রেক্টিস সোসাইটির ব্যবস্থাপনায়  বিশ্ব পরিবেশ দিবস-২০১৬ পালিত হল,গত ৫ই জুন।দুপুর ২টায় র্যালী, ২.১৫ তে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ২.৩০ টায় ক্যাম্পাস ক্লিন কার্যক্রমে ডুয়েট প্রশাসন, সিভিল ডিপার্টমেন্টের সব শিক্ষক উপস্থিত ছিলেন।
র্যালীর নেত্রীত্ব দিচ্ছেন ছাত্র কল্যাণ পরিচালক ড. কামরুজ্জামান। হেড অব সিভিল ড. মোখলেছুর রহমান স্যার।
ক্লিন ক্যাম্পাস কার্যক্রম শুরুর মুহুর্ত
র্যালীর প্রস্তুতির পূর্ব মুহুর্তে সিভিলের হেড ড. মোখলেছুর রহমান স্যার,ড. শওকত উসমান স্যার সহ অন্য স্যাররা...
ক্লিন ক্যাম্পাস  চলাকালে... স্যার ড. কামরুজ্জামান, মনোয়ার স্যার,সুমন স্যার সহ ডুয়েট ছাত্ররা।
ডিজিপিএস প্রেসিডেন্ট সিমু অাপুর সাথে সাথে ২য় বর্ষ সিভিল।
ছাত্রদের মাঝে সুমন স্যার।।
অাশা করছি প্রতি বছর এদিবসটি অারো জমহালো অায়োজনে পালন করা হবে। এতে ডুয়েট প্রশাসন সহ গাজীপুরে পরিবেশ অধিদপ্তর অামাদের পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।
অাজহারুল ইসলাম রনি
সি. ই., ডুয়েট।২য় বর্ষ।
পরিবেশ কর্মী।

Comments

Popular Posts