হাজার হাজার রোহিঙ্গা মুসলমানের বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে। ধর্ষিত হয়েছেন শত শত নারী
"মিয়ানমারে মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে গ্রামের পর গ্রামে তাণ্ডব চালাচ্ছেন দেশটির সেনাবাহিনীর সদস্যরা। তাদের হামলার শিকার প্রতিটি গ্রাম প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার রোহিঙ্গা মুসলমানের বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে। ধর্ষিত হয়েছেন শত শত নারী। নিরপরাধ মানুষকে পাখির মতো গুলি করে মারছে। শিশুদের জ্বলন্ত আগুনে ছুড়ে দিয়ে হত্যা করছে। দশ বছরের বেশি বয়সী ছেলেদের খুন করছে। স্বজনদের সামনেই অনেককে জবাই করা হচ্ছে। এছাড়া অনেকের হাত-পা কেটে চিরতরে পঙ্গু করে দেয়া হচ্ছে বলে জানা গেছে।"
সূত্র- যুগান্তর
Comments
Post a Comment