শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে লজ্জাজনক নামটি হচ্ছে অং সান সু চি

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে লজ্জাজনক নামটি হচ্ছে অং সান সু চি। যার মানবতাবিরোধী অপরাধের দায়ে শাস্তি হওয়ার কথা, তিনিই নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। সারা পৃথিবীর জন্যই এটা একটা লজ্জা।
Nobel Peace Prize winners Aung San Suu Chi is the most embarrassing name. Which is supposed to be punished for crimes against humanity, he won the Nobel Peace Prize. It's a shame to the whole world.
মায়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়াও জায়া যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে বলেছেন -
"রোহিঙ্গা ইস্যুতে আগামী শুক্রবার জাকার্তায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সে দেশের নাগরিকরা। একইদিন ইন্দোনেশিয়া সফরে যাওয়ার কথা ছিল সু চির। ওই প্রতিবাদ কর্মসূচির কারণে সু চির ইন্দোনেশিয়া সফর বাতিল করা হয়েছে।"

Comments

Popular Posts