দেশপ্রেম
মুক্ত বাতাসে খোলা অাকাশে
অামার চার পাশে।
বলব অামি
জানবে সবাই।
অামি শূন্য স্বাধিন দেশের বাঙ্গালি,
যার রক্তে সূর্যোদয়
থাক তার পরিজন কাঙ্গালি।
হাওয়ায় উড়ে পতাকা নড়ে
সোনার বাংলা সুরে সুরে,
সোনার বাংলার সোনার রঙে
সাজিয়ে রাখব প্রেম!
তাইতো বলি
দেশ প্রেম অামার সর্বাঙ্গে
মাথা থেকে পায়ে।
Comments
Post a Comment