এক নজরে অামার প্রাণের কক্সবাজার
এক নজরে কক্সবাজার.......
নামকরণ:
কক্সবাজারের প্রাচীন নাম পালংকী । ইংরেজ
অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স ১৭৯৯ খ্রিঃ এখানে একটি
বাজার স্থাপন করেন । কক্স সাহেবের বাজার হতে
কক্সবাজার নামের উৎপত্তি ।
অবস্থান: ২০০৩৫¢ থেকে ২১০৫¢ উত্তর অক্ষাংশ এবং
৯১০২৩¢ পূর্ব দ্রাঘিমাংশ।
সীমানা:
উত্তরে-চট্রগ্রাম, পূর্বে-বান্দরবান পার্বত্য জেলা
ও মিয়ানমার, পশ্চিম ও দক্ষিনে-বঙ্গোপসাগর ।
আয়তন: ২,৪৯১.৮৬ বর্গ কিঃমিঃ ।
বৃষ্টিপাত : বার্ষিক গড় বৃষ্টিপাত ৩,৩৭৮ মিলিমিটার ।
সর্বোচ্চ গড় তাপমাত্রা: জুন মাসে ৩৯.৫ ০ সেলসিয়াস ।
সর্বনিম্ন গড় তাপমাত্রা: জানুয়ারী মাসে, ১১.৮ ০ সেলসিয়াস।
বার্ষিক গড় আর্দ্রতা : ৮৩ শতাংশ
প্রধান নদনদী: মাতামুহুরী, বাঁকখালী, রেজু, কোহালিয়া ও নাফ ।
প্রধান দ্বীপ: মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহ্পরীর দ্বীপ
ও সেন্টমার্টিন
প্রশাসনিক ইউনিট:
উপজেলার সংখ্যা: ০৮ টি
ইউনিয়নের সংখ্যা: ৭১ টি
গ্রাম: ৯৯২ টি
পৌরসভা: কক্সবাজার, চকরিয়া, টেকনাফ ও মহেশখালী ।
থানা : ০৮ টি
পুলিশ তদন্ত কেন্দ্র: ০৩ টি
হাইওয়ে পুলিশ ফাঁড়ি : ০৫ টি
পুলিশ ফাঁড়ি : ০৫ টি
মৌজাঃ ১৮৮টি
জাতীয় সংসদের আসন
সংখ্যা-০৪টি :
কক্সবাজার- ১ (চকরিয়া-পেকুয়া),
কক্সবাজার- ২ (মহেশখালী-কুতুবদিয়া)
কক্সবাজার- ৩ (কক্সবাজার সদর-রামু )
কক্সবাজার- ৪ (টেকনাফ-উখিয়া )
তথ্যসূত্রঃ- বাংলাদেশ সরকারের ওয়েবসাইট
Comments
Post a Comment