ডুয়েটে ভর্তি হতে প্রার্থীর সাধারন যোগ্যতা এবং আবেদন পদ্ধতি



আবেদনের যোগ্যতাঃ
প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক
ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড / কারিগরি
শিক্ষাবোর্ড / মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট / দাখিল বা সমমানের
পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর অথবা ৫ এর
স্কেলে কমপক্ষে সিজিপিএ ৩.০০ (ঐচ্ছিক
বিষয়সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের
ডিপ্লোমা ইন ইঞ্জিনীয়ারিং / আর্কিটেকচার এ
গড় কমপক্ষে ৬০% নম্বর অথবা ৪ ( চার ) এর
স্কেলে কমপক্ষে CGPA ৩.০০
( তিন ) পেয়ে উত্তীর্ণ হতে হবে।
প্রসপেক্টাসে উল্লেখিত বিভাগসমূহে ভর্তির
জন্য আবেদন করতে হবে।
কোন প্রার্থী একাধিক বিভাগে ভর্তি পরীক্ষায়
অবতীর্ণ হতে ইচ্ছা পোষণ করিলে প্রতিটি
বিভাগের জন্য পৃথক পৃথক ভাবে আবেদন
করতে হবে।
চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ
কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
টেলিটক মোবাইলে এবং অনলাইনের মাধ্যমেও
আবেদন করা যায়।
অনলাইনে ভর্তি বিষয়ক তথ্যাবলী
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ পাওয়া যাবে। ভর্তি
পরীক্ষার ফি বাবদ টাকা ৮০০/- (আটশত টাকা)
টেলিটক এর মাধ্যমে প্রদান করতে হয়।

Comments

Popular Posts