মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩৫তম জন্মবার্ষিকী আজ
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩৫তম জন্মবার্ষিকী আজ। ১৮৮০ সালের এ দিনে সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা : হাজী শরাফত আলী খান ও মা মজিরন বিবি। বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণ-আন্দোলনের নায়ক ছিলেন ভাসানী। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ৯৬ বছর বয়সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয় তাকে। তার জন্মবার্ষিকী উপলক্ষে দেশের প্রায় সব রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। অামি এ মহান নেতার রুহের অাত্মার শান্তি কামনা করছি। অাল্লাহ ওনাকে জান্নাত নাছিব করুক। অামীন।।।।
Comments
Post a Comment